Tuesday, March 26, 2019

Together EWUian Achieve More #EWU #ewuaf #ewuaa #eastwestuniversity #photography #alumni #alumnus


Mobile Photography by Md. Tanveer Rahman https://www.instagram.com/p/BvcVy6VH04V/

Sunday, March 17, 2019

এক দিনেই ঘুরে আসুন ইলিশের বাড়ি চাঁদপুর থেকে | Day Long Travel To Chandpur | Launch Travel


via IFTTT এক দিনেই ঘুরে আসুন ইলিশের বাড়ি চাঁদপুর থেকে | Day Long Travel To Chandpur | Launch Travel | Journey By Launch ################################################ সুবিধার জন্য ট্যুর এর খরচের একটি ধারনা দিয়ে দেই ঘাটে এন্ট্রি ৫ টাকা লঞ্চঃ সিংগেল কেবিন ৫০০/৬০০ টাকা ডাবল কেবিন ৮০০/১০০০ টাকা এসি চেয়ার ২৫০ টাকা চেয়ার ১৫০ টাকা ডেক ভাড়া ১০০ টাকা ঘাট থেকে মোলহেড অটো জনপ্রতি ১০ টাকা, ভিড়ের কারনে আমাদের একটু বেশি পরেছে রিজার্ভ ১০০ টাকা মোলহেড থেকে ওয়ান মিনিট অটো জনপ্রতি ১০ টাকা রিজার্ভ ৬০ টাকা (আমরা ৬ জন) ওয়ান মিনিট থেকে ঘাট অটো জনপ্রতি ১০ টাকা রিজার্ভ ৬০ টাকা ইলিশ মাছ ২টা ১.৫ কেজি ৯০০ টাকা মাছ প্রসেস করে ভেজে দেয়া ২৫০ টাকা আইস্ক্রিম ৪০ টাকা রসমালাই ৩০০ টাকা কেজি

গায়ে হলুদের গান | Gaye Holud Er Gaan | ত্রিরত্নের ক্ষ্যাপা | Trirotner Khepa | Partho, ashraf babu


via IFTTT গায়ে হলুদের গান | Gaye Holud Er Gaan | ত্রিরত্নের ক্ষ্যাপা | Trirotner Khepa | Partho, ashraf বাবু গায়ে হলুদ এর মজার গান।

Saturday, March 16, 2019

তুমি তোমার মতো আমি আমার মতো সরে গেছি দুজনে আজ বহুদুরে তুমি তোমার মতো আমি আমার মতো রাখনি মনেতে আমায় কোন ভুলেও আমিতো ডাকবো না তোমারই নাম কোন সুরে আমার এ গানে দূরে থেকেই সুখে থাকো শুধু প্রতিরাত তুমি জোছনা হয়ে শুধু আলো ছড়াবে আমি সে আলো ছুঁয়ে ঘুমিয়ে যাবো রাতে হবো একা না তো আর ভেঙ্গে যাবো না তো আর আমি সে আলো ছুঁয়ে ঘুমিয়ে যাবো রাতে কথা হবে না আর দেখা হবে না আর হবে না আর ভালোবেসে মান অভিমান কাঁদবো না তো আর হাসবো না আর নীরবে হারিয়ে গেছে সে পিছু টান আমিতো বলবো না আমার ব্যথা কোন সুরে তোমারই গানে দূরে থেকেই, সুখে থাকো শুধু প্রতিরাত.........


Mobile Photography by Md. Tanveer Rahman https://www.instagram.com/p/BvCypssHrhs/