Tuesday, August 8, 2017

আকাশের নীলে হৃদয়ের তুলিতে তোমায় একে যাই নীল বেদনায়



আকাশের নীলে হৃদয়ের তুলিতে
তোমায় একে যাই নীল বেদনায়
হৃদয়ের আলোয় তারার দ্বীপ জ্বেলে
জেগে রয়েছি তোমারই দুচোখে
যত দুরে রয়ে যাও আমারই হয়ে রও
তোমারই জগতে তোমারই হাসিতে
কত বৃষ্টি ঝরে যায় হৃদয়ের আঙ্গিনায় 
সঙ্গীহীনতায়

তোমায় কি বা আছে দেবার
দুচোখের নোনা জল
বিরহেরই করুণ সুরে
কেটে যায় প্রহর
তুমি তো জানলেনা কখনো
কত কাছে তুমি ছিলে
যত দুরে রয়ে যাও আমারই হয়ে রও
তোমারই জগতে তোমারই হাসিতে
কত বৃষ্টি ঝরে যায় হৃদয়ের আঙ্গিনায় 
সঙ্গীহীনতায়


Mobile Photography by Md. Tanveer Rahman http://ift.tt/2vAqiAM

No comments:

Post a Comment