Mobile Photography by Md. Tanveer Rahman https://www.instagram.com/p/Belc47hnawr/
গিরি সংকট ভীরু যাত্রীরা
গুরু গরজায় বাজ
পশ্চাৎ পথ যাত্রীর মনে
সন্দেহ জাগে আজ
কান্ডারী তুমি ভূলিবে কি পথ
ত্যজিবে কি পথ মাঝ
করে হানাহানি তবু চল টানি
নিয়াছ যে মহাভার
কান্ডারী তব সম্মুখে ঐ
পলাশীর প্রান্তর
বাঙ্গালীর খুনে লাল হ’ল যেথা
ক্লাইভের খঞ্জর
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়
ভারতের দিবাকর
উদিবে সে রবি আমাদেরি খুনে
রাঙিয়া পুনর্বার
ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল
জীবনের জয়গান
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা
দিবে কোন বলিদান
আজি পরীক্ষা জাতির অথবা
জাতের করিবে ত্রান
দুলিতেছে তরী ফুলিতেছে জল
কান্ডারী হুঁশিয়ার
দুর্গম গিরি কান্তার মরু
দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে
যাত্রীরা হুশিয়ার!
গিরি সংকট ভীরু যাত্রীরা
গুরু গরজায় বাজ
পশ্চাৎ পথ যাত্রীর মনে
সন্দেহ জাগে আজ
কান্ডারী তুমি ভূলিবে কি পথ
ত্যজিবে কি পথ মাঝ
করে হানাহানি তবু চল টানি
নিয়াছ যে মহাভার
কান্ডারী তব সম্মুখে ঐ
পলাশীর প্রান্তর
বাঙ্গালীর খুনে লাল হ’ল যেথা
ক্লাইভের খঞ্জর
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়
ভারতের দিবাকর
উদিবে সে রবি আমাদেরি খুনে
রাঙিয়া পুনর্বার
ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল
জীবনের জয়গান
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা
দিবে কোন বলিদান
আজি পরীক্ষা জাতির অথবা
জাতের করিবে ত্রান
দুলিতেছে তরী ফুলিতেছে জল
কান্ডারী হুঁশিয়ার
দুর্গম গিরি কান্তার মরু
দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে
যাত্রীরা হুশিয়ার!