Mobile Photography by Md. Tanveer Rahman https://www.instagram.com/p/Be08etQHy9b/
সমাজ শিখরে
আজ তুমি কি একা
রিক্ত কামনায়
অহমের মায়াজালে
সকল ভালোবাসা
পদদলিত করে
মানবতার যত
বন্ধন ছিড়ে ফেলে
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে
হে মহারাজ
এসো আমাদের সমতলে
পাবে জীবন
যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার
আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
তোমার দুপাশে মিথ্যে গুণবাহী
দেবে কি বাঁধার আশা
জনতার এ নিরলে
রবে কি জনগন রাজপথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে
হে মহারাজ
এসো আমাদের সমতলে
পাবে জীবন
যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার
আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
#power #people #society #bangladesh
No comments:
Post a Comment